• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

আপডেটঃ : মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বীর হাজীপুর গ্রামের সাহেদ আলী মাস্টারকে হত্যার দায়ে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া আদালত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার তৃতীয় আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহা. আবু তাহের আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন- একই উপজেলার বীর কাটিহারি গ্রামের সাবেক ইউপি সদস্য আমিনুল হক, রতন মিয়া, রিপন, নূরউদ্দিন, দুলাল মিয়া, মোস্তফা, রাশিদ, আবু সাহিদ ও পিপলাকান্দি গ্রামের নূরউদ্দিন। সাক্ষ্য-প্রমাণের অভাবে অপর অভিযুক্ত সহিদ মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে প্রকাশ, ইউপি সদস্য আমিনুল হকের সঙ্গে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে ২০০৪ সালের ৪ এপ্রিল সাহেদ আলী মাস্টারকে আসামিরা মারধর করে। আহত অবস্থায় তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরো পড়ুন : বাগেরহাটে বাসচাপায় পথচারী নিহত

এ ব্যাপারে নিহতের পিতা মো: ফরিদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ