• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলে গণহত্যা বিষয়ক মঞ্চনাটক ‘খুলি’ মঞ্চায়িত

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২১ নভেম্বর, ২০২১

 

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল শহরের বধ্যভূমিতে গণহত্যা বিষয়ক মঞ্চ নাটক ‘খুলি’ মঞ্চায়িত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) রাতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমীর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় ওই নাটক মঞ্চয়ন করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী সুব্রত কুমার সিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক (১) খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এছাড়া ‘খুিল’ নাটকের রচয়িতা ডক্টর তানভীর আহমেদ সিডনী, নির্দেশক ডক্টর মীর মেহবুব আলম নাহিদ, সহযোগী নির্দেশক শামীম সাগর ও জেলা কালচারাল অফিসার এরশাদ হাসান নাটকটির বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
নাটকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইল পানির ট্যাংক বধ্যভূমি এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী বীর বাঙালির উপর নির্মম অত্যাচারের সঠিক চিত্র নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ