• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

বইমেলা থেকে অভিনেত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ মার্চ, ২০২২

সংবাদ সংযোগ ডেস্ক : কলকাতা আন্তর্জাতিক বইমেলায় টাকা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক অভিনেত্রী। ওই অভিনেত্রীর নাম রূপা দত্ত। শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় আন্তর্জাতিক কলকাতা বই মেলা থেকে তাকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।
জানা যায়, শনিবার সন্ধ্যায় অন্যদিনের মতো কলকাতা আন্তর্জাতিক বই মেলায় টহলে ছিল পুলিশ। সেই সময় দায়িত্বরত পুলিশের এক সদস্য লক্ষ্য করেন ডাস্টবিনে একটি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন তিনি। সন্দেহ হলে ওই সময় তার পথ আটকায় পুলিশ। প্রশ্ন করা হলে যথাযথ উত্তর দিতে পারেননি রূপা। পরে তাকে তল্লাশি করেন নারী পুলিশ। তখনই বের হয়ে আসে ব্যাগের মধ্যেই একাধিক মানিব্যাগ। তাতে অনেক টাকাও রয়েছে। সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হলে সদুত্তর দিতে পারেননি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে স্বীকারও করেন রূপা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরো জানা গেছে, রূপা বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে পকেট মারতেন। তার ব্যাগ থেকে শনিবার প্রায় ৭৫ হাজার রুপি উদ্ধার হয়েছে। এই ঘটনায় অবাক পুলিশ প্রশাসন। কিন্তু কেন তিনি এমন কাজ করছেন, সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রী রূপা দত্তের একটি বড় চক্রও রয়েছে বলে অনুমান পুলিশের।
জানা গেছে, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন রূপা দত্ত। এই টালি অভিনেত্রী যিনি চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। পরে তদন্তে সামনে আসে আসল তথ্য। দেখা যায় অনুরাগ কাশ্যপ নয়, অন্য আরেক জনের সঙ্গে চ্যাট করেছিলেন রূপা দত্ত।
উল্লেখ্য, টলিউডের একাধিক জনপ্রিয় সিনেমা এবং বলিউডের সিরিয়ালে অভিনয় করেছেন রূপা দত্ত। টেলিভিশনের পর্দায় বেশ পরিচিত মুখ তিনি। ২০০৫ সালে তিনি সাথী সিনেমায় অভিনয় করেন। পরে পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। সেখানে একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে জনপ্রিয় হন ‘জয় মা বৈষ্ণোদেবী’ সিরিয়ালে অভিনয়ের জন্য। যদিও একাধিকবার বিতর্কে জড়িছেন এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ