• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে ‘পেয়ারার সুবাস’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে জয়া আহসানের ‌’পেয়ারার সুবাস’ সিনেমা। মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ওই ছবিসহ মোট ১২টি সিনেমার নাম ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। বাংলাদেশ ছাড়াও এ বিভাগে আছে ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, চীন ও জাপানের ছবি।

আগামী ২০ এপ্রিল বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন তারিক আনাম খান ও আহমেদ রুবেল।

গেল বছর মস্কো চলচ্চিত্র উৎসবে চমক দেখায় বাংলাদেশের ছবি ‘আদিম’। মূল বিভাগে প্রতিযোগিতা ছাড়াও তরুণ নির্মাতা যুবরাজ শামীম জিতে নেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। উৎসবে নির্মাতা নূরুল আলম আতিকের অংশগ্রহণের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ