ফাইল ছবি
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা হলেন মো. আবুল খায়ের (৩০) ও মো. সাব্বির (২৬)। এছাড়া মোহাম্মদ নাইম (২৫) নামে আরও এক যুবক আহত হয়েছেন।
রোববার (৭ মে) রাত পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর গেন্ডারিয়া কাউয়ারটেক সিএমবি খালপাড় পাকা রাস্তা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে গেন্ডারিয়া কাউয়ারটেক সিএমবি খালপাড় পাকা রাস্তার ওপর থেকে দুজনের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, এলাকার লোকজনের মুখে জানতে পারি মোটরসাইকেলে করে তিনজন গ্যালারি এলাকা দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান। আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।