দুর্ঘটনাকবলিত পিকআপ
সিলেটে বালুবাহী ট্রাক ও শ্রমিক পরিবহন করা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ১২ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জুন) ভোরে সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা বলেন, সিলেট মহানগর থেকে পিকআপে করে প্রায় ৩০ জন নারী-পুরুষ নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ জন মারা যান। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন। তাদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।