কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় শাহিন মিয়া (৩৩) ও ইকরামুল হক (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১২ জুলাই) দুপুর ১২টার সময় কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের আলাউদ্দিননগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন মিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার ঝাঝড়াপুর এলাকার শামসুল আলমের ছেলে এবং ইকরামুল হক পার্শ্ববর্তী নাসতীপুর এলাকার সালাম খাজলীর ছেলে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, দুপুর ১২টার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে আলাউদ্দিননগর মোড়ে একটি নসিমন সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের চাকার নিচে পড়ে একজন নিহত হন। অপরজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।