প্রস্তুতি ম্যাচে দারুণ খেলা মারকুটে টাইগার ব্যাটসম্যান সাব্বির রহমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে থাকবেন না, এমনটি ভাবাই যায় না।
তবে টস জেতার পর বাংলাদেশ দলের যে একাদশ টিভিতে দেখানো হয়েছিল তাতে সাব্বির রহমানের পরিবর্তে নাম ছিল রুবেল হোসেনের।
তা ছাড়া এএফপি, রয়টার্সসহ বেশ কিছু গণমাধ্যমে যে একাদশ দেখানো হয়, সেখানেও ছিলেন রুবেল হোসেন। ফলে দেশের গণমাধ্যমগুলোতেও খবর প্রকাশ হয় চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ।
তবে সেই বিভ্রান্তি দূর হয়েছে। একাদশে রয়েছেন সাব্বির রহমান।
বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও টিম ম্যানেজার স্বাক্ষরিত যে একাদশ পাঠানো হয়েছে সেখানেও নাম রয়েছে সাব্বিরের।
তা ছাড়া বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও একটি বেসরকারি টিভি চ্যানেল লাইভ অনুষ্ঠানে তিন পেসারের কথা বলেন।
পরে অবশ্য টিভিতে দেখানো খেলোয়াড়দের লিস্টে চারজন পেসারের নাম থাকায় তিনিও থতমতো খেয়ে যান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।