তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান শুক্রবার নিউইয়র্কে আস্তানা প্ল্যাটফর্মের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স-এ লিখেছে যে ফিদান একটি বৈঠকে অংশ নিয়েছিলেন এবং তাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উপস্থিত ছিলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার অবকাশে এই তিন মন্ত্রী সিরিয়া ইস্যু নিয়ে গতকাল (শুক্রবার) আলোচনায় বসেন।
আলোচনায় সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর পেডারসনও উপস্থিত ছিলেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতিসংঘ সদর দফতরে ইরানের স্থায়ী মিশনে।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বর্তমান মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেন, পশ্চিমাদের একতরফা নিষেধাজ্ঞা এবং সিরিয়ার অর্থকড়ি ও প্রাকৃতিক সম্পদ লুটপাটের কারণে দেশটি এত বেশি খারাপ অবস্থায় পড়েছে। এতে সিরিয়ার নারী ও শিশুরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আমির আব্দুল্লাহিয়ান সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবৈধ এবং তা সম্পূর্ণরূপে প্রত্যাহার করতে হবে।