• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

যেভাবে ইসরায়েলের অভ্যন্তরে অভিযান চালাল হামাস,

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তারা প্রথমবারের মতো ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে কয়েকটি শহরে ইসরায়েলি সৈন্য ও সামরিক যান জব্দ করার ঘোষণা দিয়েছে। এরই মধ্যে হামাস যোদ্ধাদের হামলায় ছয়জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কমপক্ষে ২০০।

ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। হামাসের অতর্কিত এই হামলা নিয়ে এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, হামাসের যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে।

হেচটের তথ্যমতে ইসরায়েলের যেসব জায়গায় যুদ্ধ হচ্ছে তা হলো, এরেজ ক্রসিং, নাহাল ওজ, ম্যাগেন, কিবুতজ বিরি, রেহিম সেনা ঘাঁটি, জিকিম সেনা ঘাঁটি এবং ফার আজ্জ। আইডিএফ-এর কাছে হামলার বিষয়ে আগাম সতর্কতা ছিল কিনা সে সম্পর্কে সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন হেচট। তিনি বলেন, সামরিক বাহিনী হাজার হাজার সংরক্ষককে ডাকা হবে।
ইসরায়েল কি যুদ্ধে আছে, আইডিএফ নিজেকে যুদ্ধের মধ্যে বিবেচনা করে কিনা জিজ্ঞাসা করা হলে, হেচট বলেন, ‘এটি যুদ্ধের জন্য প্রস্তুত থাকা একটি রাষ্ট্র।’ হামাস দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে। সূত্র : আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ