শনিবার থেকে হামাসের নজিরবিহীন হামলার জন্য ইরানকে দায়ী করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইরানে তাদের প্রক্সি কমান্ডার সমর্থিত এবং নির্দেশিত হামাসের মাধ্যমে ইহুদিদের পবিত্র দিনে ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে একটি বিনা উস্কানিমূলক জঘন্য হামলা চালিয়েছে।’
তিনি ইসরায়েলি নাগরিকদের সুরক্ষায় সমস্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়াও সকল নাগরিককে এক হয়ে হামাস, ইরান এবং তাদের মিত্রদের মোকাবিলা আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সংঘর্ষ থামছেই না। বিভিন্ন অঞ্চলে এখনো তাদের লড়াই অব্যাহত আছে। তুরস্কে নিযুক্ত ইসরায়েলের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে, গাজা ও দক্ষিণ ইসরায়েলে হামলায় ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এই পরিস্থিতিতে হামাসের হামলার পাল্টা জবাবে গাজার চিত্র পাল্টে দেওয়ার হুমকি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত। এক্স পোস্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নারী শিশু ও বয়স্কো কোনো বাছবিচার না করেই সন্ত্রাসী হামলা চালিয়েছে হামাস। তারা যে ভুল করেছে, অচিরেই এর ফল ভোগ করবে।