• সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

গাজাকে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করতে বললেন দুতের্তে

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
রদ্রিগো দুতের্তে ও আল জাজিরার নিউজের স্ক্রিনশট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ‘বিশ্বের সবচেয়ে বড় কবরস্থানে’ পরিণত করার পরামর্শ দিলেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

হামাসের সঙ্গে নজিরবিহীন যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই পরামর্শ দিলেন তিনি।

তিনি বলেন, “সেখানে আমি হলে ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ দিতাম। যদি না হয়, ঠিক আছে, আমি আপনাকে নোটিশ দিয়েছিলাম। এরপর আমি সেটিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতাম, যাতে সেখানে আর গাজা না থাকে, গাজার জন্য যাতে আর যুদ্ধ করতে না হয়।”
২০১৬-২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের রাষ্ট্রপতি ছিলেন দুতের্তে। এ সময় তিনি ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করে হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। এ কারণে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি তদন্তের নির্দেশ জারি রয়েছে।

তার শাসনামলে এক অনুষ্ঠানে দুতের্তে নিজেকে অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করার কথা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি নির্দিধায় লাখ লাখ মাদকাসক্তকে “হত্যা করতে স্বাচ্ছন্দ বোধ করবেন” যেভাবে নাৎসি জার্মানি ত্রিশ লাখ ইহুদিকে হত্যা করেছিল। সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ