দ্বিমুখী আচরণ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজ দেশে রুশ আগ্রাসন ও দখলদারিত্বের বিরোধিতা করলেও ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্বের পক্ষ নিলেন তিনি।
একই সঙ্গে ইসরায়েলের প্রতি সংহতি জানাতে দেশটিতে সফরে যেতে চাইছেন তিনি। পাশাপাশি পশ্চিমা নেতাদের আহ্বান জানিয়েছেন তারা যেন ইউক্রেনের মতো ইসরায়েলেরও পাশে দাঁড়ায়।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এরই মধ্যে দেশটির বেশ কিছু অঞ্চল দখল করে নিয়েছে রুশ বাহিনী। এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনের পক্ষ নিয়ে তাদের অস্ত্র সরবরাহ করে যাচ্ছে।
যুদ্ধে রুশ আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিনিয়ত বক্তব্য রাখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কিন্তু ইসরায়েলের বেলায় করলেন দ্বিমুখী আচরণ সেখানে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে দখলদারিত্ব ও আগ্রাসনকে সমর্থন জানাচ্ছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম ‘এক্সিওস’-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংহতি প্রকাশ করতে এবং ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে তেল আবিব সফর করার পরিকল্পনা করছেন।
জানা গেছে, জেলেনস্কির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে নেতানিয়াহুকে এই সফর অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এক্সিয়স বলছে, জেলেনস্কির সম্ভাব্য এই সফর গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি আন্তর্জাতিক সমর্থন টানতে ভূমিকা পালন করতে পারে।
এক্সিয়স আরো বলছে, জেলেনস্কির সফরের বিষয়ে এখনো প্রাথমিক আলোচনা চলছে। তবে, ইউক্রেন সরকার এই খবর অস্বীকার করেনি, আবার নিশ্চিতও করেনি। সূত্র: এক্সিওস, টাইমস অব ইসরায়েল, ইসরায়েল ন্যাশনাল নিউজ, দ্য হিল