উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আত্মবিশ্বাসী যে, রাশিয়ার সঙ্গে তার দেশের সম্পর্ক অবিচ্ছিন্নভাবে একটি নতুন স্তরে বিকশিত হবে এবং তিনি সাম্রাজ্যবাদীদের আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ান জনগণের বিজয়ের আশা করছেন। দুই দেশের মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়ে তিনি এ বক্তব্য দেন।
‘আমি এই সত্যে অত্যন্ত সন্তুষ্ট যে, আমি সম্প্রতি রাশিয়ায় একটি সরকারী শুভেচ্ছা সফর করেছি এবং উত্তর কোরিয়ার-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহুমুখী উন্নয়নের জন্য কমরেড পুতিনের সাথে অকপট ও ব্যাপক মতামত বিনিময় করেছি এবং দৃঢ় বিশ্বাস ব্যক্ত করছি যে দ্বিপাক্ষিক বন্ধুত্ব এবং সংহতি এবং সহযোগিতা,
একত্রিত প্রজন্মের পর প্রজন্ম এবং শতাব্দীর পর শতাব্দী, ভবিষ্যতেও অবিচ্ছিন্নভাবে একটি নতুন স্তরে বিকশিত হবে,’ কেসিএনএ সংবাদ সংস্থার উদ্ধৃত টেলিগ্রামের পোস্ট অনুসারে। ‘আমি এ সুযোগে আন্তরিকভাবে আপনার সুস্বাস্থ্য এবং আপনার দায়িত্বশীল কাজে সাফল্য কামনা করছি, এই আশায় যে রাশিয়ান জনগণ একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে সর্বদা বিজয়ী এবং গৌরবময় হয়ে উঠবে সাম্রাজ্যবাদীদের ক্রমাগত আধিপত্যবাদী নীতিকে পরাস্ত করবে এবং তারা দেশের সার্বভৌমত্ব, মর্যাদা, নিরাপত্তা এবং শান্তি রক্ষা করবে,’ টেলিগ্রাম কিম বলেছেন।
এদিকে, কিরগিজস্তানে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বর্তমান সফরটি এ বছর রুশ নেতার প্রথম বিদেশ সফর। বিশকেকে পুতিনের ব্যস্ত কর্মসূচি রয়েছে। গতকাল আলা-আর্চা রাষ্ট্রীয় বাসভবনে রাশিয়ার প্রেসিডেন্ট এবং তার কিরগিজ সমকক্ষ সাদির জাপারভের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠকের মাধ্যমে কার্যদিবস শুরু হয়। সেখানে তারা আলোচনায় করে, পরে বেশ কিছু দ্বিপাক্ষিক নথি সই করেন। নেতারা সাংবাদিকদের কাছে বিবৃতিও দেন। পরে পুতিন কান্টে রাশিয়ান সামরিক বিমান ঘাঁটির ২০ তম বার্ষিকীতে উৎসর্গীকৃত একটি অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও তিনি আজারবাইজানীয় নেতা ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠক করেন। সূত্র : তাস।