• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

খালেদা জিয়া ঘুমিয়ে থাকায় সাক্ষাৎ পাননি ১২ দলের নেতারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘুমিয়ে থাকায় সাক্ষাৎ পাননি ১২ দলীয় জোটের নেতারা।

রোববার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে দেখতে যান ১২ দলীয় জোটের ৯ নেতা।

হাসপাতাল থেকে বের হয়ে জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, আমরা ১২ দলীয় জোটের ৯ নেতা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর এবং দেখা করার উদ্দেশে গিয়েছিলাম। তার পাশের রুমে আধঘণ্টা অপেক্ষা করেছিলাম। তিনি সিসিইউ থেকে কেবিনে ফিরে ঘুমিয়ে ছিলেন। আমরা তাকে বিরক্ত করিনি।

তার ব্যক্তিগত চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার আমাদের তার চিকিৎসার ব্যাপারে ব্রিফ করেছেন। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে দেশবাসীর মতো ১২ দলীয় জোটের নেতারাও উদ্বিগ্ন। তাই আমরাও চাই অতি দ্রুত উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হোক।

জোটের পক্ষ থেকে বিবৃতিতেও বলা হয়, এ সময় উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সিনিয়র সহ-সভাপতি রাশেদ প্রধান, ইসলামী ঐক্য জোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ