হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ -এর অধীনে নারায়ণগঞ্জ জেলা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার পিলকুলি হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ ও জামিয়া সুফি আবেদ রহমত হাক্কানী মাদরাসায় ছাত্রদের মধ্যে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৩ -এর অধীনে নারায়ণগঞ্জ জেলার সদর থানা, সিদ্ধিরগঞ্জ থানা, ফতুল্লা থানার জোন ১ জোন ২ এর মাদরাসার মোট ১৫ শত ছাত্র অংশগ্রহণ করে, এরমধ্যে ১৪০ জনকে বাছাই করা হয়।
সোমবার কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১৪০ জন অংশগ্রহণ করে, এর মধ্যে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়, প্রতিটি গ্রুপ থেকে দশজন কুরআন তেলাওয়াতে উত্তীর্ণ হয় পাঁচটি গ্রুপে মোট ৩৫ জনকে পুরস্কার হাতে তুলে দেন, তাদের মধ্যে ৩০ পারা কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন শাহেদ আলম, দ্বিতীয় স্থান শরিফুল ইসলাম, তৃতীয় স্থান রায়ান তানজিম।
২০ পারা কুরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন সাইফুর রহমান, দ্বিতীয় স্থান রিফাত তাসলিম, তৃতীয় স্থান তাহমিদ জামিল। ১০ পারা কুরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন সাজিদুল ইসলাম, দ্বিতীয় স্থান মোখলেসুর রহমান, তৃতীয় স্থান সামিউর রহমান। ৫ পারা কুরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন রোহান হাওলাদার, ইশফাক, এলাহী। এছাড়াও ১০ বছর বয়সী পূর্ণ কুররানে হাফেজ সিজারুল হুফফাজ প্রথম স্থান লাভ করেন ওসমান গনি, দ্বিতীয় স্থান হুসাইন ও তৃতীয় স্থান লাভ করেন মাহমুদ রাব্বানী।
ওই কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি নারায়ণগঞ্জ জেলা ও নির্বাহী সদস্য কেন্দ্রীয় কমিটির হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ কারি মহসিনুল করিম ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ ও জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদরাসার আবু খালেদ মো: বরকত উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদরাসার মোহাম্মদ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজ আজম খান, মোহতামিম, জামিয়া সফি আবেদ (রহ:) হাক্কানী মাদরাসা হাফেজ মাওলানা ক্বারী মোখলেসুর রহমানসহ ওই মাদরাসার হাফেজ মাওলানা।