• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

নৌকার বিপক্ষে গেলে যুদ্ধ ঘোষণা

আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন সেই ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
ছবি: সংগৃহীত

মঙ্গলবার পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে বক্তব্যের লিখিত ব্যাখ্যা উপস্থাপন করেন জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।
‌‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন ছাড়া কেউ ভোট করতে পারবে না’ পথসভায় এমন বক্তব্য দেওয়া জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ আদালতে লিখিত ব্যাখ্যা জমা দিয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি তার ব্যাখ্যা উপস্থাপন করেন।

এ বিষয়ে মন্তব্য করতে রাজী হননি পাবনা জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ।

তবে আদালত সূত্র জানায়, ছাত্রলীগ সভাপতির ব্যাখ্যা পাওয়া গেছে।

সেটি নির্বাচন কমিশনে পাঠানো হবে। সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ২ ডিসেম্বর পাবনার চাটমোহরে এক পথসভায় ‘পাবনা-৩ আসনে মকবুল হোসেন চাচা ছাড়া কেউ ভোট করতে পারবে না। যারা নৌকার বিপক্ষে অবস্থান করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম’ এমন বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সবুজ।

৩ ডিসেম্বর বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর নজরে আসে আদালতের। পরে স্ব-প্রণোদিত হয়ে ‘নির্বাচনী আচরণ ভঙ্গের কারণে কেন সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না’ তা জানতে চেয়ে তলব করে নোটিশ দেন আদালত।

পাবনা-৩ আসনের নির্বাচনী অনুসন্ধানী কমিটির সদস্য, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম গতকাল সোমবার সকালে তলবের নোটিশ জারি করেন। মঙ্গলবার মিজানুর রহমান সবুজকে হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নিদেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ