দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। পার্লের বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রটিয়াদের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১৪০ রান। ৫৫ রানে ব্যাট করছেন হাশিম আমলা, ৩২ রানে এবি ডি ভিলিয়ার্স।
কদিনের বৃষ্টিতে উইকেট কিছুটা আর্দ্র, আউটফিল্ডও মন্থর। টস জিতে তাই বল বেছে নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওয়ানডের একাদশে এদিন পরিবর্তন মাত্র একটি। চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। এজন্য বাদ পড়েছেন আগের ম্যাচেই ওয়ানডে অভিষেক হওয়া পেস অল-রাউন্ডার মোহাম্মাদ সাইফ উদ্দিন। তামিম একাদশে ফেরায় প্রথম ম্যাচের দুই ওপেনার ইমরুল ও লিটনের মধ্যে যে কাওকে নেমে যেতে হতে পারে নিচে।
প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন ঠিক সেখান থেকেই যেন শুরু করেন দুই স্বাগতিক ওপেনার। রান তুলতে অবশ্য ঘাম ছুটে যাচ্ছে প্রোটিয়া ব্যাটসম্যানদের। আউটফিল্ডে বল থেমে যাচ্ছে। হাশিম আমলা ও কুইন্টন ডি কক ছিলেন তাই খুবই সাবধানী। তবে ১৬ ওভারের মধ্যে মাত্র ৩টি বাউন্ডারি হলেও রান ঠিকই তারা তুলে নিয়েছেন ওভার প্রতি পাঁচের বেশি করে।
শেষ পর্যন্ত ১৮তম ওভারে ডি কককে (৬১ বলে ৪৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ এনে দেন সাকিব আল হাসান। দলীয় ৯০ রানে দাঁড়িয়েই ৩ বল পরে নতুন ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে (০) সরাসরি বোল্ড করে দেন বিশ্ব সেরা অল-রাউন্ডার। আমলার সাথে যোগ দিয়ে ডি ভিলিয়ার্স ব্যাট চালাচ্ছেন তার স্বভাবসুলভ ভঙ্গিমায়। ২৫ বলে ৩২ রান করে অপরাজিত আছেন এই মারকুটে ব্যাটসম্যান।
কিম্বার্লির প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ২৭৮ রান করেও ১০ উইকেটের রেকর্ড ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।