• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি, দিল্লিতে রেড অ্যালার্ট

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
ছবি: সংগৃহীত

চলতি শীতের সবচেয়ে হিমেল সকাল দেখল ভারতের দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর), সেখানে পারদ নেমেছে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

শনিবার সকালে নগরীটিতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি শীত ঋতুতে দিল্লির স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৮ ডিগ্রি থেকেও কম।

এই নিয়ে চলতি শীতে দ্বিতীয় দিনের মতো সবচেয়ে হিমেল সকালের রেকর্ড হল দিল্লিতে, জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

হিমেল আবহাওয়া ও ঘন কুয়াশর কারণে দেশটির আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও এনসিআরজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। শুক্রবার রাতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি ও এনসিআর একটি শৈত্য প্রবাহের কবলে পড়েছে।

আবহওয়াজনিত পরিস্থিতির কারণে দিল্লিমুখি ১৮টি ট্রেনের যাত্রা ১ থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট শিডিউলে বিঘ্ন ঘটেছে; জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) তথ্য অনুযায়ী, দিল্লির প্রধান আবহাওয়া স্টেশন সফদরজং মানমন্দিরে ভোর সাড়ে ৫টায় দৃশ্যমানতা ২০০ মিটার ছিল। শনিবার সকালে নয়া দিল্লির বিভিন্ন অংশ ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল।

ভারতের কেন্দ্রীয় দুষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯টায় দিল্লির বায়ুমান (একিউআই) ৩৬৫ ছিল। ৩০১ থেকে ৪০০ পর্যন্ত বায়ুমানকে ‘খুব খারাপ’ হিসেবে বিবেচনা করা হয়।

আইএমডি জানিয়েছে, পাঞ্জাব, হরিয়ানা ও চন্ডিগড়েও রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর রাজস্থানে ঠান্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে।

দিল্লি অঞ্চলজুড়ে শৈত্য প্রবাহ আরও কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে পরবর্তী তিন দিন অঞ্চলটিজুড়ে ইয়েলো অ্যালার্ট জারি থাকবে বলে জানিয়েছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ