• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

ফিফা দ্য বেস্টে বাংলাদেশের ভোট পেলেন যারা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

ম্যানচেষ্টার সিটির গোলমেশিন আর্লিং হ্যালন্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবলার। সোমবার রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষ সেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়।

মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আর্লিং হ্যালন্ডের। ম্যানচেস্টার সিটির নওরেজীয় এই তারকা ও মেসির ভোট ছিল সমান। তবে মেসি প্রথম হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। ফিফার সদস্য দেশগুলোর দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিকরাও দেন এই প্রতিযোগিতার ভোট। সবাই ক্রমানুসারে তিনজন খেলোয়াড়কে ভোট দেন।

ফিফা দ্য বেস্ট পুরস্কার বিতরণীর পর প্রকাশিত হয় কে কাকে ভোট দিয়েছেন। যেখানে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্ষসেরার খেতাব পাওয়া লিওনেল মেসিকেই নিজের পছন্দের প্রথম ভোটটি দেন। জাতীয় দলের এই মিডফিল্ডার আর্লিং হ্যালন্ডকে দেন দ্বিতীয় ভোট। জামালের তৃতীয় পছন্দের ভোটটি পান কেভিন ডি ব্রুইনে।

এদিকে গত বছর অসাধারণ পারফর্ম করা হ্যালন্ডকে সবার ওপরের রেখেছেন বাংলাদেশ কোচ কাবরেরা। স্প্যানিশ এই কোচের কাছে দুইয়ে ছিলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি, তিনে সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া ইলকাই গুনদোয়ান।

বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হ্যালন্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। কাবরেরার মতো তার চোখেও তৃতীয় সেরা গুনদোয়ান।

মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের ভোট পড়েছে হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউডের বাক্সে। নারী দলের কোচ সাইফুল বারী ভোট দিয়েছেন সেরা নারী ফুটবলার হওয়া আইতানা বোনমাতিকেই।

সেরা পুরুষ কোচের নির্বাচনে বাংলাদেশের তিনটি ভোটই পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ