• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন

দুই বছর নিষিদ্ধ নাসির

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

দুর্নীতির দায়ে সব ধরণের ক্রিকেট থেকে বাংলাদেশের নাসির হোসেনকে দুই বছরের নিষেধাজ্ঞা নিয়েছে আইসিসি। এর মধ্যে ছয় মাস স্থগিত নিষেধাজ্ঞা।

গত সেপ্টেম্বরে নাসিরের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী তিনটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছিল আমিরাত ক্রিকেট বোর্ড। এরপর থেকে ঘরোয়া ক্রিকেট থেকেও নির্বাসনে ছিলেন এই অলরাউন্ডার। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানিয়েছে, অভিযোগ মেনে নিয়েছেন নাসির।

আবুধাবি টি-টেন লিগ চলাকালে আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী কোড ভঙ্গের কারণে তাদের তরফ থেকে নাসিরসহ আটজন খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনে আইসিসি। এর মধ্যে নাসিরই ছিলেন কেবল আন্তর্জাতিক ক্রিকেটার। সংবাদ বিজ্ঞপ্তিতেও শুধু নাসিরকেই নিষিদ্ধ করার কথা জানিয়েছে আইসিসি।

নাসির ৭৫০ ইউএস ডলার মূল্যের আইফোন ১২ মডেলের উপহারের রসিদ দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের দেখাতে ব্যর্থ হন। এর মাধ্যমে দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে দেননি তিনি। এছাড়া সম্ভাব্য দুর্নীতির তদন্তে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই সহায়তা করতে অস্বীকৃতি জানানোর অভিযোগ নাসিরের বিরুদ্ধে।

নাসির শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। শাস্তির শর্ত পূরণ করতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

বিপিএলের গত আসরে নাসির ছিলেন অন্যতম সেরা পারফর্মার। ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে করেন ৩৬৬ রান। বল হাতে ১৪.৬ গড়ে নেন ১৬ উইকেট।

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। গত মে মাসে বাংলাদেশে সবশেষ স্বীকৃত ক্রিকেট খেলেন তিনি ঢাকা প্রিমিয়ার লিগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ