ফিফপ্রো বিশ্বসেরা একাদশে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে পাঁচজন ফুটবলার জায়গা করে নিয়েছেন। অন্যদিকে বার্সেলোনা থেকে একাদশে রয়েছেন তিনজন।
পুরো একাদশ মঙ্গলবার রাতে ঐতিহ্যবাহী লন্ডন প্যালেডিয়ামের ব্লুমসবুরি বলরুমে একত্রিত হয়। এখানেই ঘোষণা করা হয় ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ীদের নাম।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হয় মূল অনুষ্ঠান। উপস্থাপনা করেন হলিউডের বিখ্যাত অভিনেতা ইদ্রিস এলবা এবং ইংলিশ মডেল লায়লা-আনা লি।
পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় ফিফার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে।
একাদশে গোল কিপার হিসেবে রয়েছেন বুফন (যুভেন্টাস, অন্যদিকে রাইট ব্যাকে রয়েছেন ড্যানি আলভেজ (পিএসজি), লিওনার্দো বোনাচ্চি (যুভেন্টাস, বর্তমানে মিলানে), সার্জিও রামোস রয়েছেন সেন্টার ব্যাকে (রিয়াল মাদ্রিদ), মার্সেলো রয়েছেন লেফট ব্যাকে (রিয়াল মাদ্রিদ)
মিড ফিল্ডে রয়েছেন মডরিচ (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ) এবং ইনিয়েস্তা (বার্সেলোনা)।
আক্রমণ ভাগে রয়েছেন ত্রয়ী- নেইমার (বর্তমানে পিএসজি), মেসি (বার্সেলোনা) এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ)।