শ্রীলঙ্কার ৪৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানিস্তান সংগ্রহ ছিল ১ উইকেটে ১৯৯ রান। লঙ্কানদের স্কোর স্পর্শ করতে বাকি মাত্র ৪২ রান। তখন মনে হয়েছিল, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা কাটিয়ে লড়াই করার মতোই একটি পুঁজি গড়তে যাচ্ছে আফগানরা। কিন্তু সেটা আর হলো না।
আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে হঠাৎ খেই হারিয়ে বসে আফগানরা। শেষ দিকে ৫৯ রান করতেই হারিয়েছে ৭ উইকেট। মিডলঅর্ডার ও লোয়ারঅর্ডারের ৬ ব্যাটার মিলে করেছেন ৮ রান।
এদিন প্রভাত জয়সুরিয়া ও আশিথা ফার্নান্ডোর তোপে ২৯৬ রানেই গুটিয়ে যায় হাসমতউল্লাহ শহিদির দল। এতে মাত্র ৫৬ রানের লক্ষ্য পায় লঙ্কানরা। শেষ পর্যন্ত কেবল ইনিংস ব্যবধানে হারটাই এড়াতে পেরেছে আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে খেলতে হয়েছে মাত্র ৭.২ ওভার। কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। ওপেনার দিমুথ করুনারত্নে করেছেন ২২ বলে ৩২ রান। আরেক ওপেনার নিশান মাদুস্কা খেলেছেন ২৩ বলে ২২ রানের ইনিংস।
এর আগে দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ২৫৮ বলে ১০৬ রান করেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও নুর আলি জাদরান। নুর আলি ৪৭ করে আউট হয়ে গেলে দ্বিতীয় উইকেটে রহমত শাহর সঙ্গে ১৯৩ বলে ৯৩ রানের জুটি করেন ইব্রাহিম। সেঞ্চুরিও করে ফেলেন ইব্রাহিম।
আজ ব্যাট করতে নেমে বেশি রান যোগ করতে পারেননি ইব্রাহিম। গতকালের ১০১ রানের সঙ্গে ১৩ রান যোগ করেই আউট হয়ে যান তিনি। ৩৭ বলে ১৮ রান করেন অধিনায়ক হাসমতউল্লাহ। নাসির জামাল খেলেন ৬৭ বলে ৪১ রানের ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে আফগানিস্তানের প্রথম ইনিংস থেমেছে মাত্র ১৯৮ রানে। জবাবে তিনটি বড় ইনিংসের ওপর ভর করে ৪৩৯ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে শ্রীলঙ্কা। ২৫৯ বল খেলে ১৪১ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ১৮১ বলে ১০৭ রান করে আউট হন দিনেশ চান্ডিমাল। ৭৭ রান করেন দিমুথ করুনারত্নে।
আফগানিস্তান: ১৯৮ ও ২৯৬ (ইব্রাহিম জাদরান ১১৪, নুর আলি জাদরান ৪৭, রহমত শাহ ৫৪; আসিথা ফার্নান্ডো ৩/৬৩, কাসুন রাজিতা ২/৫৯)।
শ্রীলঙ্কা: ৪৩৯ ও ৫৬/০ (দিমুথ করুনারত্নে ৩২*, নিশান মাদুস্কা ২২*)।
শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী।