প্রথমে বোলাররা মেলে ধরলেন নিজেদের। দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল অল্পতেই। সুযোগ থাকলেও প্রটিয়াদের ফলো-অনে ফেললেন না নিউজিল্যান্ড অধিনায়ক। পরে ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি উপহার দিলেন কেন উইলিয়ামসন। রানের পাহাড়ে চাপা পড়ল দক্ষিণ আফ্রিকা।
মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৬২ রানে গুটিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে হাতে ৬ উইকেট নিয়ে ৫২৮ রানে এগিয়ে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ১১৮ রান করা উইলিয়ামসন এবার করেছেন ১৩২ বলে ১০৯ রান। ১২৫ বলে ক্যারিয়ারের ৩১তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন এই টপঅর্ডার। তার ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার।
এর আগে দক্ষিণ আফ্রিকার ১০টি উইকেট সমান ভাগ করে নেন নিউজিল্যান্ডের দুই স্পিনার ও দুই পেসার। ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনার নেন ৩টি করে। ২টি করে নেন কাইল জেমিসন ও রাচিন রবীন্দ্র।
৪ উইকেটে ৮০ রান নিয়ে দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৯ রানের সাথে এদিন যোগ করতে পারেন ৩ রান। কিগান পিটারসনের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ১৩২ বলে ৪৫ রান। ৫৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন ডুনি অলিভার। আর কেউই তেমন কিছু করতে পারেননি।
নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজেয় রেকর্ড বজায় রাখতে দক্ষিণ আফ্রিকাকে এবার পাড়ি দিতে হবে কঠিন চ্যালেঞ্জ।