ভারতকে হারিয়ে আগেই অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের শেষ সময়ে সাগরিকা গোল করে দলকে জয় এনে দেন।
ফাইনালে আবার ওই ভারতকেই পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার নেপালের বিপক্ষে ৪-০ গোলের জয়ে ফাইনালে উঠেছে ভারত। তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে তারা।
রবিন রাউন্ড পদ্ধতিতে এবারের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে চার দল। পয়েন্ট টেবিলের ভিত্তিতে তাই সরাসরি নির্ধারিত হচ্ছে ফাইনাল। বাংলাদেশ গ্রুপের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় সবার আগে ফাইনাল নিশ্চিত করে ফেলে।
সাগরিকাদের হাতে এখনও গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি আছে। ভুটানের বিপক্ষে ম্যাচটি আগামী বৃহস্পতিবার খেলবে তারা। এরপর ৮ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।