• রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
১৯ বার নিশ্চিত মৃত্যুকে জয় করে এখন বিশ্ব রাষ্ট্রনায়ক : পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র হামাস প্রধানকে হত্যা করে গাজা যুদ্ধ শেষ করতে চায় ! ইসরাইল গাজা যুদ্ধে হেরে যাচ্ছে : সাবেক মোসাদ উপ-প্রধান জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি সবজি বহনকারী ট্রাক-লরি থেকে চাঁদাবাজি করছে নগর কর্তৃপক্ষ : সাঈদ খোকন পিটিয়ে ২ তরুণীকে আহত করার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে হিউস্টনের ঝড়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা! র‍্যাবের হাতে হত্যা মামলার আটক আসামি মৃত অবস্থায় হাসপাতালে বাকশালের সদস্য হয়েছিলেন জিয়াউর রহমান, ওবায়দুল কাদেরের অস্ত্র বোঝাই ইসরাইলি জাহাজ বন্দরে ভিড়তে দেইনি স্পেন বন্দরে

লিটনকে বাদ দেওয়া কি কোনও বার্তা?

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
লিটন দাস, ফাইল ছবি।

জাতীয় দল থেকে ক্রিকেটাররা বাদ পড়েন, আবার পারফর্ম করে ফিরেও আসেন। এটাই সাধারণ নিয়ম। কিন্তু সবার বেলায় এই নিয়ম প্রযোজ্য হয় না। জাতীয় দলে বেশ কিছু ক্রিকেটার থাকেন, যাদের অটো চয়েজ হিসেবে দেখা হয়। লিটন দাসের কথাই ধরা যাক। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফর্মহীনতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়েছেন তিনি। আগেরবার যদিও পরিস্থিতি সামাল দিতেই তাকে বাদ দেওয়া হয়েছিল। পরের সিরিজে যখন ফিরেছেন, তেমন কিছুই করেননি। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে ‘অটো চয়েজ‘ লিটনকে বাদ দেওয়ার মধ্য দিয়ে পুরোনো রীতিই কি ভাঙলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু?

স্টাইলিশ ব্যাটার লিটনের কাছে দলের প্রত্যাশা আকাশচুম্বী। দলের সেরা ব্যাটার; তার কাছে এমন প্রত্যাশা অবাস্তব কিছু নয়। বিশ্বকাপে মাঝারি মানের পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সিরিজেও সাফল্য পাননি। তিন ম্যাচে তার রান ২৬, ৬ ও অপরাজিত ১ রান। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি। দুই ম্যাচে দৃষ্টিকটু শটে আউটও হয়েছেন। স্বাভাবিক ভাবেই টিম ম্যানেজমেন্ট চাইলে লিটনকে শেষ ম্যাচে বেঞ্চে বসিয়ে রেখে অন্য ওপেনারদের পরখ করতে পারতো। বিসিবি সেই পথে হাঁটেনি। লিটনকে সরাসরি ঢাকায় প্রিমিয়ার লিগ খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঢাকায় পাঠানোর আগে অবশ্য লিটনের সঙ্গে আলোচনাও করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়, শেষ ম্যাচে তাকে কেন স্কোয়াডে রাখা হচ্ছে না। লিটনকে বাদ দেওয়ার আগে অধিনায়ক নাজমুল হাসান শান্ত ও প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গেও বিষয়টা নিয়ে আলাপ করেছেন লিপু। সবার সম্মিলিত সিদ্ধান্তেই মূলত লিটন বাদ পড়ে গেছেন। লিটনকে বাদ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক লিপু বলেছেন, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে আমরা লিটন দাসকে এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না। এই নির্বাচন প্রক্রিয়ায় আমরা অবশ্যই কোচ ও অধিনায়কের মতামত নিয়েছি।’

ওয়ানডেতে ভালো না করায় একাদশে জায়গা হারানোটা স্বাভাবিক ব্যাপার হতো। যে মানসিকতা নিয়ে লিটন এই মুহূর্তে খেলছেন, তাতে করে তার বিরতির প্রয়োজন ছিল। চাইলে শেষ ওয়ানডেতে লিটনকে বেঞ্চে বসিয়ে রাখা যেত। যেমনটা করা হচ্ছে মোস্তাফিজের বেলায়। কাটার মাস্টারকে যেমন প্রথম দুই ওয়ানডেতে না খেলিয়ে দলের সঙ্গেই রেখে দেওয়া হয়েছে। হয়তো কন্ডিশন বিবেচনা করে মোস্তাফিজকে খেলানো হচ্ছে না।কিন্তু বিসিবি লিটনকে স্কোয়াড থেকে যেভাবে বাদ দিয়েছে, তাতে বার্তাটা হয়ে উঠেছে স্পষ্ট- পারফরম্যান্সই মূল কথা, জাতীয় দলে অটো চয়েজ বলে কিছু নেই!

আরও একটি কারণেও লিটনকে প্রিমিয়ার লিগে পাঠানো হতে পারে। ওয়ানডে সিরিজ শেষেই টেস্ট খেলবে বাংলদেশ। টেস্ট সিরিজের আগে প্রিমিয়ার লিগের দুটি রাউন্ডে কিছু রান করে আসতে পারলে টেস্ট সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নামতে পারবেন তিনি। সেজন্য এই বাদ পড়াটা ইতিবাচক হিসেবে দেখতে পারেন লিটন। তবে ওয়ানডে ক্রিকেট থেকে বাদ পড়লেও সমস্যা নেই। টি-টোয়েন্টিতে তিনি আছেন। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ একেবারে খারাপ করেননি। সর্বশেষ ১২ ম্যাচে লিটনের রান দলের সর্বোচ্চ, স্ট্রাইকরেট, গড়ও সবার চেয়ে বেশি। এই অবস্থায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে দেখা যাবে।

অন্যদিকে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সামনে আছে কেবল ৬টি ওয়ানডে। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তিনটি ও বছরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি। গত তিন বছরে টেস্ট ও টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ রানও লিটনের। এই দুই সংস্করণে সামনে ধারাবাহিকতা রাখতে পারলে ওয়ানডের দরজা হয়তো তার জন্য খুলে যাবে। তবে এর আগে প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে কাল থেকেই পরীক্ষায় নামতে হচ্ছে তাকে। লিগে ভালো খেলতে পারলে লাভটা লিটনেরই। ওয়ানডেতে ফেরার পাশাপাশি টেস্টে রান করার আত্মবিশ্বাস পাবেন। আর সেটি হলে নির্বাচকদের যে বার্তা সেটি আরও স্পষ্ট হবে সব ক্রিকেটারদের কাছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ