• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

এবার জিতের মুখেও শোনা গেল মান্নার সেই আলোচিত কথা,

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ মে, ২০২৪

ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না। দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। ক্যারিয়ারে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না; যা আজও দাগ কেটে আছে সিনেমাপ্রেমীদের মনে। কিন্তু জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে।

এক সাক্ষাৎকারে সুপারস্টার মান্না বলেছিলেন, চলচ্চিত্রাঙ্গনে কেউ কারও বন্ধু না। এখানে প্রদর্শিত আন্তরিকতা বা হাসি-আনন্দ সব মেকি। মন্তব্যটি ঢালিউডের প্রতিটি ব্যক্তির কাছে অমোঘ বাণী হিসেবে ধরা দিয়েছে। মাঝে মাঝেই তাদের আওড়াতে শোনা যায়। এবার মান্নার এই কথাটি শোনা গেল টলিউড সুপারস্টার জিতের কণ্ঠে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্নার সুরেই জিৎ বলেন, ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না। আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে। সেখানে রুক্মিণীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক। আশা করি, আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে।

মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা ‘বুমেরাং। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এতে জিতের বিপরীতে আছেন রুক্মিণী মৈত্র। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিৎকে বন্ধু সম্বোধন করেন রুক্মিণী। এরপরই ঢালিউড সুপারস্টারের সুরে কথাগুলো বলেন টলিউড সুপারস্টার।

প্রসঙ্গত, অপি করিমের উপস্থাপনায় টেলিভিশনে দেওয়া সেই সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে চলচ্চিত্রাঙ্গনকে স্বার্থপর দাবি করে মান্না বলেছিলেন, পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর জায়গা বলে যদি কিছু থাকে তবে তা চলচ্চিত্রাঙ্গন। এখানে আমরা সবাই কমার্শিয়াল। হৃদয়, প্রেম, ভালোবাসা বন্ধুত্ব সব মেকি এখানে।

এরপর বন্ধুত্ব নিয়ে এই অভিনেতা বলেছিলেন, ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই। আমার কোনো বন্ধু নেই এখানে। চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই এক পরিবার তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যা। কারণ, এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ