• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ময়লার গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৬ মে, ২০২৪

সকালে কাজে যাওয়ার পথে পেছন থেকে এক নারীকে ধাক্কা দেয় নাসিকের ময়লার গাড়িটি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।

আজ রোববার (২৬ মে) সকাল ৮ টার দিকে জেলার সিদ্ধিরগঞ্জে নারায়ণ

 

 

গঞ্জ-আদমজী- চিটাগং রোড সড়কের পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক চালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার বাসিন্দা।

ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে। তিনি বর্তমানে ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপবাবুর বাড়িতে ভাড়া থাকতেন। সিদ্ধিরগঞ্জে নীট কনসার্ন গার্মেন্টে চাকরি করতেন অনি।’

আবু বকর সিদ্দিক বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ