• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দম্পতি নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলার ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজের কাছে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন – একই এলাকার নিলু মন্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মন্ডল।

নিহতদের ছেলে লক্ষ্মণ কান্ত মন্ডল বলেন, “গতকাল রাতে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যান বাবা-মা। আজ সকালে তারা সেখান থেকে ফিরছিলেন। ধলাটেঙ্গর ৫ নম্বর ব্রিজের কাছে রেললাইন পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা গিয়ে বাবা-মায়ের মরদেহ বাড়িতে নিয়ে আসি। দুপুরে সামাজিক শ্মশানে তাদের দাহ সম্পন্ন হয়।

যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার বলেন, “ঘটনার পরপরই মরদেহ দুটি পরিবারের লোকজন নিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ