বিয়ের তিন বছরের মাথায় বাবা হলেন বলিউড অভিনেত্রী বরুণ ধাওয়ান। সোমবার (৩ জুন) সন্ধ্যায় মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী নাতাশা দালাল।
হাসপাতাল থেকে নাতনি হওয়ার সুখবর সবার সঙ্গে ভাগ করে নেন ডেভিড ধাওয়ান।
নিউজ ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল সোমবার সকালে নাতাশার লেবার পেইন ওঠায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় বরুণ সারাক্ষণ স্ত্রীর পাশে ছিলেন।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বরুণ ধাওয়ান জানিয়েছিলেন, তিনি বাবা হতে চলেছেন। সেখানে দেখা গিয়েছিল স্ত্রীর বেবিবাম্পে চুমু খাচ্ছেন বরুণ। তাঁদের সেই ঘোষণা অনুযায়ী এ সপ্তাহেই তাঁদের প্রথম সন্তান আসার কথা ছিল, আর তাই-ই হলো।
২০২১ সালে দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান। আরব সাগরের উপকূলবর্তী অলিবাগে, সাসওয়ান হ্রদের লাগোয়া পামগাছে ঘেরা এক রিসোর্টে বসেছিল বিয়ের আসর।