দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত সৃজিত মুখার্জী পরিচালিত ‘পদাতিক’ সিনেমাটি মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। শনিবার (৮ জুন) প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম গান ‘তু জিন্দা হ্যায়’।
‘পদাতিক’ সিনেমার প্রথম গানেই চমক লক্ষ্য করা গেছে। এ প্রথমবার একই গানে শোনা গেল সোনু নিগম ও অরিজিৎ সিংয়ের কণ্ঠ। এদিকে আবার সলিল চৌধুরীর সুর আর শৈলেন্দ্রর লেখা কথায় সাজানো গানটি।
গানটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এটি প্রকাশের পরপরই আমি দারুণ সাড়া পেয়েছি। আমার ফেসবুকে সবার মন্তব্য দেখলেই বিষয়টি বোঝা যাবে। আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।’
‘তু জিন্দা হ্যায়’ গানের দৃশ্যে অশান্ত বাংলার গল্প চিত্রিত করা হয়েছে। এর মাঝেই মৃণাল সেনকে দেখা গেছ। তিনি সেই ‘পদাতিক’- যার জীবন ঘনিষ্ঠ সিনেমা বারবার সাধারণ মানুষের গল্প বড়পর্দায় ফুটে উঠেছে।
গানের জন্য সোনুর কণ্ঠ মুম্বাইয়ের কৃষ্ণা স্টুডিওতে রেকর্ড করা হয়েছে। অরিজিতের কণ্ঠ রেকর্ড করেছেন সুকান্ত সিং। ট্র্যাক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ফাইনাল ট্র্যাক প্রযোজনা শমীক চক্রবর্তীর। আর মিক্স, শিলাদিত্য সরকার মাস্টারিংয়ের কাজ করেছেন।
মৃণাল সেনের ৯৯তম জন্মতিথিতে তাকে শ্রদ্ধা জানিয়ে ‘পদাতিক’ তৈরির করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখার্জী। কিন্তু মৃণাল সেনের ভূমিকায়কে অভিনয় করতে পারেন? এ প্রশ্নের উত্তর ২০২২ সালের শেষেই মেলে। কিংবদন্তি নির্মাতা চরিত্রে রূপদানের প্রস্তাবে সম্মতি জানান নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী।