আসন্ন ঈদুল আজহায় নতুন গান নিয়ে হাজির হচ্ছেন গুণী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। গানের শিরোনাম ‘আবার যদি দেখা হয়ে যায়’। গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী। এহসান রাহীর সুরে এর সংগীত আয়োজন করেছেন সেতু চৌধুরী।
সামিনা চৌধুরী বলেন, কিছুটা বিরতি দিয়ে দারুণ একটি গানে কণ্ঠ দিলাম। স্মৃতিচারণ নিয়ে রাজু চৌধুরীর লেখা গানটি অসম্ভব ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে। মিউজিক প্রডাকশন লেবেল ‘শব্দ কারিগর’ এর ৪ বছর পূর্তি ও ঈদ উপলক্ষে বিশেষ এই গানটি প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল-মাসুদ। এদিকে বর্তমানে কানাডা সফরে রয়েছেন এ শিল্পী।