• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

ড. ইউনূস তার কাজের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন: দুদক আইনজীবী

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুন, ২০২৪
ফাইল ছবি

আদালত প্রাঙ্গণে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি। আইনের চোখে তিনি অন্য ১০ জনের মতোই। তাই তিনি এভাবে কথা বলতে পারেন না।

বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। খুরশীদ আলম খান বলেন, ওনাকে কেউ হয়রানি করছে না। ওনার কাজের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন।

এর আগে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এরপর লোহার খাঁচার (কাঠগড়া) ভেতর দাঁড়িয়ে থাকার বিষয়টি সাংবাদিকদের জানান ইউনূস।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘অনেক হয়রানির মধ্যে আছি। আমরা সবাই মিলে আজ সারাক্ষণ খাঁচার মধ্যে ছিলাম। আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিক একটি লোহার খাঁচার (কাঠগড়া) ভেতর গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক।

এরপর আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের সঙ্গে খুরশীদ আলম খান বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস একজন সাজাপ্রাপ্ত আসামি। আইনের চোখে উনি অন্য ১০ জনের মতোই। তাই এভাবে তিনি কথা বলতে পারেন না। ওনাকে কেউ হয়রানি করছে না। ওনার কাজের জন্য বিচারের মুখোমুখি হয়েছেন।

এর আগে ইউনূসের আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘তাকে নিয়মিত হয়রানি করা হচ্ছে। আমরা ন্যায়বিচার পাইনি। আমরা উচ্চ আদালত যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ