বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির সামনে গুলিকাণ্ডের ঘটনায় একের পর এক রহস্য সৃষ্টি হয়েছে। যদিও ঘটনার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এবার সালমানের বাড়িতে এসে প্রায় চার ঘণ্টা ধরে তার বয়ান রেকর্ড করেছেন মুম্বই পুলিশ। শুধু তাই নয়, সালমানের ভাই আরবাজ খান বয়ান দিয়েছেন প্রায় দু’ঘণ্টা।
সম্প্রতি অপরাধ দমন শাখার চার জনের একটি দল সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে যায় তার বয়ান নিতে। গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে সেই বাড়িটি। ঘটনাটি ঘটে গত ১৪ এপ্রিল ভোর ৫ টার দিকে। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পরপর চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুইজন তরুণ। এরপর সেই অস্ত্র উদ্ধার করে পুলিশ। এমনকি ৪ জনকে গ্রেফতার করা হয়।
১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারকাণ্ডে সালমানের নাম জড়ায়। এর বদলা নিতে সালমানকে খুনের হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গোষ্ঠী। গত বছর জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল, জেলবন্দি গ্যাংস্টার বিষ্ণোই যে ১০ জনকে খতম তালিকায় রেখেছে, তাদের মধ্যে প্রথমেই রয়েছে এই অভিনেতার নাম। তার পর থেকেই সালমানকে নানা ভাবে ভয় দেখানোর চেষ্টা করেছে এই গ্যাংস্টার।