• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

তুফানের টিকিট আমার পরিবারের সদস্যরাও পাচ্ছেন না : শাকিব

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

‘ঈদ শেষ হয়ে গেলেও দেশের মানুষ তুফান যেভাবে উপভোগ করছে তাতে বুঝতে আর বাকি নেই এ সাফল্য কোথায় গিয়ে থামবে। আমার ফ্যামিলি মেম্বার্সও বলছেন তারা টিকিট পাচ্ছেন না। দর্শকদের সবার কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানাই।’

কথাগুলো বলছিলেন সুপারস্টার শাকিব খান। মুক্তি পাওয়া ‘তুফান’ ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে সোমবার (২৪ জুন) রাতে রাজধানীর মিরপুরের সনি সিনপ্লেক্সে হাজির হয়েছিলেন তিনি। সেখানে বসে শাকিব খান ‘তুফান’ উপভোগ করেন।

শাকিব ছাড়া আরও এসেছিলেন তুফান ছবির প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদোয়ান রনি, মহেন্দ্র সোনি, পরিচালক রায়হান রাফী, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, নাবিলা।

আমন্ত্রিত অন্যান্য কলাকুশলীদের মধ্যে ছিলেন বাংলাদেশের শোবিজ মিডিয়ার আরিফিন শুভ, বিন্দু, রুনা খান, প্রিন্স মাহমুদ, ঐশী, রোশান, নির্মাতা আশফাক নিপুণ প্রমুখ।

সেখানে শাকিব তুফানের প্রযোজকের উদ্দেশ্যে মজা করে বলেন, তুফান ১০০ কোটি বিজনেস করলে আমি আগেই বলেছিলাম লাভের ২৫ শতাংশ পাবো! তুফান প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, আবার ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। তাই আরও ১০০ কোটি ব্যবসা করলে আমার পারিশ্রমিক হবে ৫০ কোটি!

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফের মহেন্দ্র সোনি বলেন, বাংলাদেশের সব দর্শককে ধন্যবাদ জানাই। তুফান শুধু বিগেস্ট হিট নয়, ইন্ডাস্ট্রি হিট হতে যাচ্ছে। স্পেশালি শাকিবকে ধন্যবাদ।

স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক রাফী, প্রযোজক এবং শিল্পী নাবিলা ও চঞ্চলরা প্রত্যেকেই তুফানকে সাফল্য করতে দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ