কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল থাইরয়েড ক্যানসারে আক্রান্ত ভারতের ছোটপর্দার অভিনেত্রী হিনা খান। অভিনেত্রীর ঘাতকব্যাধী রোগের খবর প্রকাশ্যে আসতেই ঝড় বয়ে যায় ভক্ত-অনুরাগীমহলে। শুক্রবার (২৮ জুন) সকালে নিজেই সেই জল্পনা-কল্পনার সত্যতা হিনা জানিয়ে বললেন, ‘স্টেজ ৩’।
হিনা খান জানিয়েছেন, ‘সম্প্রতি আমাকে নিয়ে যে জল্পনা-কল্পনা ছড়িয়েছে, সেই বিষয়েই একটা খবর দিতে চাই। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য উদ্বিগ্ন তাদের বলছি, আমি স্তন ক্যানসারে আক্রান্ত। মারণ রোগের তৃতীয় ধাপ। খুব কঠিন চ্যালেঞ্জ বটে, তবে সকলকে আশ্বস্ত করছি যে আমি সুস্থ রয়েছি। এ রোগ জয় করার জন্য যতটা মনোবল থাকা প্রয়োজন বা যতটা শক্তির প্রয়োজন, সবটাই রাখছি।’
তিনি আরও বলেন, ‘আমার চিকিৎসা শুরু হয়েছে। প্রয়োজনীয় সবকিছুই মেনে চলছি। এ সময়ে আমার গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। আপনাদের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি সত্যিই ধন্য। ঈশ্বরের আশীর্বাদে আমি এবং পরিবারের সকলেই পজিটিভ থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, এই যুদ্ধে আমি জিতবই। দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে হিনার ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়! সর্বদাই লাইমলাইটে থাকেন তিনি। কখন কী পরলেন, কী খেলেন, কোথায় গেলেন? সবটাই অনুরাগীদের নখদর্পণে। হবে না-ই বা কেন! হিনা সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। সব সময়ের আপডেট শেয়ার করে নেন তাদের সঙ্গে। এবারও তার একটি পোস্ট থেকেই ক্যানসারে আক্রান্ত হওয়ার জল্পনা তুঙ্গে ওঠে। যা কিনা অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছে দ্বিগুণ। সেসব নজর এড়ায়নি তার। এ খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হিনা খান নিজেই দুঃসংবাদটা দিলেন।
হিনা খান সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছিলেন, ‘আমাদের এই গল্পের শেষ নেই! লড়াই যতই কঠিন হোক না কেন, যে যোদ্ধা তার জীবনে চমৎকার হবেই হবে। আল্লার উপরই ছেড়ে দিলাম সব।’ তবে শুধু অভিনেত্রীর পোস্টই নয়! এরমাঝেই ভাইরাল হয়ে যায় এক ডাক্তারের এক্স হ্যান্ডেল পোস্ট। যেখানে ওই চিকিৎসক সাফ জানিয়েছেন, ‘এক জনপ্রিয় অভিনেত্রী তথা সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাইরয়েড ক্যানসারে আক্রান্ত। তিনি হাসপাতালেও এসেছিলেন। তবে জীবনেও ভাবিনি ওই তারকার এমন কঠিন রোগে আক্রান্ত হবেন।’