• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন

যতদিন বেঁচে থাকবো ভালোবাসার মানুষদের জন্য কাজ করব : শাকিব

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৯ জুন, ২০২৪

সম্প্রতি মুক্তি পাওয়া শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’ দর্শকপ্রিয়তার তুঙ্গে রয়েছে। পাশাপাশি ভিনদেশেও ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ অন্য পর্যায়ে। তাইতো এদিক সেদিক বিভিন্ন মিডিয়ার সম্মুখীন হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন মেগাস্টার শাকিব খান। সেখানে নিজের ক্যারিয়ারের পাশাপাশি বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেন নায়ক।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে বড় দায়িত্ব পালন করছেন শাকিব। এ প্রসঙ্গে ঢালিউড স্টার বলেন, আমার কাঁধে সিনেমা ইন্ডাস্ট্রি বা কোনও কিছুর ভর আছে এটা অনুভব করিনা। আমার অনুভবটা ভালোবাসার, ফ্যানদের জন্য। যতদিন বেঁচে থাকবো এই ভালোবাসার মানুষদের জন্য কাজ করে যাবো। তবে আমি দীর্ঘদিন, অনেকবছর আগে থেকে স্বপ্ন দেখেছি, বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়। কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে।

এদিকে দেশের মাটিতে ছবিটি সাফল্য দেখার পর আন্তর্জাতিক অঙ্গনেও দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে ‘তুফান’। শুক্রবার (২৮ জুন) আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিনেমাটি। এছাড়াও কয়েক বছর ধরে শাকিব খানের আলোচিত কিছু সিনেমা আন্তর্জাতিকভাবেও বেশ সাড়া ফেলেছে। বাংলা সিনেমাকে এমন অবস্থানে দেখতে পাওয়াটা তর স্বপ্ন ছিল, এমনটিই প্রকাশ করেন ঢালিউড কিং।

শাকিব খানের কথায়, আমি দীর্ঘদিন, অনেকবছর আগে থেকে স্বপ্ন দেখেছি, বাংলাদেশের সিনেমাকে গ্লোবালি দেখতে চাই। প্রথমে অনেকেই ভাবতো এগুলো আমি কথার কথা বলছি, এগুলো সম্ভব নয়। কিন্তু যেটা আমি স্বপ্ন দেখতাম সেটাই এখন হচ্ছে।

বলেন, গ্লোবালি অফিসিয়ালি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে। গতবছর ‘প্রিয়তমা’ সিনেমায় গ্লোবালি অনেক বড় সাফল্য এসেছে। সেই নিউ ইয়র্ক, টরেন্টো, লন্ডন, ডাবলিন, ভেনিস, সিডনি, প্যারিস, মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিখ্যাত সব স্থানে গ্লোবাল মার্কেটে আমাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। নিকট ভবিষ্যতে আমরা আরও ভালো করবো।

প্রসঙ্গত, মুক্তির প্রথম দিন থেকেই দেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। এ ছাড়াও নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ