এক সময় ছোটপর্দায় দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ইদানীং মাধ্যমটিতে খুব বেশি দেখা যায় না তাকে। গত ঈদেও মাত্র একটি নাটকে দেখা মিলেছে তার। যদিও মাঝে মাঝে ওয়েব সিরিজ দিয়ে মুগ্ধ করছেন ভক্তদের। কিন্তু সেই তালিকাটাও যে খুব বেশি লম্বা এমন নয়। সেই জায়গা থেকে মেহজাবীন-ভক্তদের আক্ষেপও রয়েছে বেশ।
হঠাৎ কেন এমন বিরতি?—এমন কথায় মেহজাবীন বলেন, ‘হ্যাঁ, ইদানীং কাজ খুব কমই করা হচ্ছে। কিন্তু তার মানেই এই না যে, অভিনয়কে বিদায় বলছি। একটা সময় শুধু অভিনয় নিয়েই ভাবতাম। কিন্তু এখন যে কাজগুলোই করি সেগুলোর একদম প্রি-প্রোডাকশন থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন পর্যন্ত নিজে যুক্ত থাকার চেষ্টা করি। গল্প লেখা, পাণ্ডুলিপি তৈরি, কস্টিউম, আর্ট ডিজাইন, এডিটিং সবকিছুর মধ্যে নিজের উপস্থিতি রাখার চেষ্টা করছি। এতে করে দুটো জিনিস হয়। একজন শিল্পী যখন এই বিষয়গুলোতে অংশ নেন তখন টিমের অন্যরাও বেশি অনুপ্রাণিত হয় এবং শতভাগ এফোর্ট দেয়। আরেকটা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমার নিজের অনেক কিছু শেখা হয়। যে কারণে একটু কম কাজ করা হচ্ছে। যে কাজটি করব সেই কাজটি শতভাগ দিয়েই করবা এই মানসিকতা নিয়ে এগুচ্ছি।’ এদিকে গত ঈদে মেহজাবীনের একটি নাটক প্রচারিত হলেও বেশ সাড়া ফেলেছে।
নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন মনের মতো গল্প, চরিত্র পাচ্ছিলাম না। মনে হচ্ছিল একজন শিল্পী হিসেবে এমন কাজই করা উচিত যেগুলো দর্শকের ওপর প্রভাব ফেলবে। এরপরই তিথিডোর কাজটি নিয়ে কথা হয়। ঈদে দর্শকরা রোমান্টিক, কমেডি ঘরানার কাজ দেখতেই পছন্দ করেন, সেই জায়গা থেকে যদি এই কাজটি করতে পারি তাহলে একটু ভিন্ন কিছু হবে এবং দর্শকের মনে একটা আলাদা জায়গা করে নিতে পারব, সেই ভাবনা থেকেই নাটকটি করা। প্রচারের পর প্রতিক্রিয়াও বেশ ভালো পাচ্ছি।’