ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমা মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে কেন্দ্র করে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী।
একটি পোস্টার শেয়ার করে খবরটি নিশ্চিত করে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল জানান, ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে ‘পদাতিক’। এর আগে চঞ্চল চৌধুরী জানিয়েছিলেন, মুক্তি পেলে বাংলাদেশের দর্শকরাও এ বছর পদাতিক দেখতে পারবেন।
চঞ্চল বলেন, মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।
চঞ্চল চৌধুরী আরও বলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।