• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

কোনো অনির্বাচিত সরকার কে এক মিনিটের জন্যও ক্ষমতায় আসতে দেবেন না : জয়

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
সজীব ওয়াজেদ জয় - সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে, দেশে এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার না আসতে পারে।

এক ঘণ্টা আগে সামাজিক মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, এখন (সবার) দাবি সরকারের পতন। সরকারের পতন হওয়ার পর কী হবে? এটা কেউ ভেবেছে?

সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উল্লেখ করে তিনি বলেছেন, এখন যদি সরকার পতনের দাবি মেনে নিই। তখন কী হবে? তারা এই সরকারের অধীনে নির্বাচন মানবে না।

তিনি লিখেছেন, ‘আজকে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশ এত দূর আসতে পারতো? ঠিক আছে। শেখ হাসিনার পর আপনাদের কী হবে, সেটা আমার চিন্তার বিষয় না। এভাবে সহিংসতা করে ক্ষমতা দখল করা যাবে না। সন্ত্রাস মোকাবেলা শুধু একভাবে করা যায়। এখন আর এটি সহ্য করা যাবে না।

তিনি আরো লিখেছেন, ‘আহ্বান, আপনাদের দায়িত্ব দেশের মানুষকে নিরাপদ রাখা। সংবিধানকে রক্ষা করা। তার মানে এক মিনিটের জন্যও কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে দিবেন না।
সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ