• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

আদালত প্রাঙ্গণে মারধরের শিকার সাবেক বিচারপতি মানিক, শরীরে অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

সিলেটে আদালত প্রাঙ্গণে মারধরের শিকার সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে একটি অস্ত্রোপচার করা হয়েছে।

গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর স্কোটাল ইনজুরি (অণ্ডকোষে আঘাত) ছিল। রাতে অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি ভালো আছেন। তিনি এখন হাসপাতালের পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন।’

হাসপাতালের চিকিৎসকরা জানান, মারধরে সাবেক বিচারপতি মানিকের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে। তার একটি অন্ডকোষ ফেটে গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এর আগে গত শুক্রবার (২৩ আগস্ট) রাতে ভারতে পালিয়ে যাবার সময় সিলেট সীমান্তে আটক হন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আটকের সময় তিনি অসুস্থ ছিলেন।

গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সাবেক এই বিচারপতিকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আলমগীর হোসেনের আদালতে নেওয়া হয়। এ সময় আদালতের প্রবেশপথে তার ওপর হামলার ঘটনা ঘটে। আদালতে প্রবেশের সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা শামসুদ্দিন চৌধুরীকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন। তাকে লক্ষ্য করে ছুড়ে মারা হয় ডিম ও জুতা। পরে আদালতে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ