রেজাউল করিম মানিক,সোনাতলা,বগুড়া : বগুড়ার সোনাতলা রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এর জেনারেল ম্যানেজার(রাজশাহী)মোঃ মামুনুল হক।এ সময় বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক সহ স্থানীয়রা স্টেশনের বিভিন্ন অসমাপ্ত কাজগুলোর বিষয় তুলে ধরেন। উল্লেখযোগ্য প্লাটফর্মের ভগ্নদশা,যাত্রীদের বসার ব্যবস্থা,স্টেশন বিল্ডিং নির্মাণ,যাত্রী ছাউনী বর্ধিত করন সহ আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি করা। ফলে রাজশাহী ডিভিশন এর জেনারেল ম্যানেজার মামুনুল হক এসব দাবির কথাগুলো মনোযোগ সহকারে শোনেন।
এ সময় তিনি স্ব-স্ব দপ্তরের কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং তিনি তার সফরসঙ্গী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে সোনাতলা রেলওয়ে স্টেশনটি পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রকৌশলী নাজিব কাউসার,চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট(পশ্চিম)মোঃ আহসানুল্লা ভূঁইয়া,চীফ কমার্শিয়াল ম্যানেজার(রাজশাহী) সুজিত কুমার বিশ্বাস,প্রধান যন্ত্রপ্রকৌশলী সাদেকুর রহমান(সিএমই)প্রধান সিগনাল ও টেলিকম সাহেদুজ্জামান,বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লা আল মামুন(লালমনিরহাট),সিগনাল পরিদর্শক জিয়াউর রহমান জিয়া(বগুড়া),এমএস নিপু সুলতান প্রমুখ।
এছাড়াও সোনাতলা রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ খলিলুর রহমান,আঃ মাজেদ,পয়েন্টসম্যান মোঃ ইসমাইল হোসেন, সোহাগ মিয়া,ওয়ারেছুল আজম,দুলাল হোসেন, অধ্যাপক ফারুক হোসেন,শিক্ষক ওসমান গনি, বাংলাদেশ সমাচার পত্রিকায় উপজেলা প্রতিনিধি বিকাশ স্বর্নকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন