চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল (৩৫) ও রাজিব (৩২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ছোট হালদিয়া গ্রামের প্রধানিয়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রুবেল ও রাজিব ওই বাড়ির চাঁন মিয়া প্রধানের ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম সরকার বলেন, দুই ভাই আজই চট্টগ্রাম থেকে বাড়িতে আসেন। ঘরের বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।