• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ফেসিস্ট সরকারের দোষররা পূজা মণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

নাটোর জেলা জামায়াতের আমীর ড. মীর নূরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের পরাজিত শক্তি ও ফেসিস্ট সরকারের দোষররা যেন আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব দূর্গা পূঁজাকে কোনো নীল নকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। তাই প্রতিটি মন্ডপে মন্ডপে পূঁজা মন্ডপের কমিটির সাথে সমন্বয় করে মন্দির পাহাড়া দেবে জামায়াতের কর্মীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বড়াইগ্রাম উপজেলা মডেল মসজিদ অডিটেরিয়ামে রাসুল (সা.) এর আদর্শ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমীর বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনাতর বিপ্লবের পর চাইলে অনেক কিছুই করা সম্ভব ছিল। গত ১৭ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের স্বীকার এবং ক্ষতিগ্রস্থ হয়েছে জামায়াত। কিন্তু জামায়াত সেটা না করে উল্টো মানুষের বাড়ি-ঘর ব্যবসাপ্রতিষ্ঠান, মন্দির-গীর্জা এবং জনরোষ মোকাবেলায় থানায় রাত-দিন পাহাড়া দিয়েছে। জামায়াত মানুষের কল্যানে কাজ করে। এটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে। আমরা আহ্বান করবো আপনাদের সকলের সহযোগিতা পেলে জামায়াত মানুষের কল্যানে কাজের ধারা অব্যাহত রাখতে পারবে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্বে বক্তব্যে রাখেন-সহকারী সেক্রেটারি ও নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম, সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার শংক ডমিনিক গমেজ, বাংলাদেশ হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ বড়াইগ্রাম শাখার সভাপতি ধীরেন্দ্র নাথ সাহা, সম্পাদ জয়ন্ত কুমার, জেলা মসজিদ মিশন কমিটির সভাপতি অধ্যাপক আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু বক্কর সিদ্দিক, ইসলামী ব্যাংক বনপাড়া শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ