• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় নাসরুল্লাহ হত্যায় বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নাসরাল্লাহকে লক্ষ করে হিজবুল্লাহ’র ভূগর্ভস্থ সদর দফতরে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালালে তিনি নিহত হন। তার হত্যাকাণ্ডে এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। নাসরাল্লাহ হত্যার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হামাস
হিজবুল্লাহ নেতা নাসরাল্লাহ হত্যার ঘটনাকে ইসরায়েলের কাপুরুষোচিত ও সন্ত্রাসী কাজ বলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন-হামাস।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ‘আমরা এই বর্বর ইহুদি আগ্রাসন ও আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক মূল্যবোধ, রীতিনীতি ও সনদের প্রতি অগ্রাহ্যতা প্রদর্শন ও আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তিকে প্রকাশ্যে হুমকির অভিযোগ তুলেছেন সংগঠনের নেতারা।

সেই সঙ্গে লেবাননে হিজবুল্লাহ ও ইসলামি প্রতিরোধের সঙ্গে পূর্ণ সংহতি পুনর্ব্যক্ত করেছেন তারা।

ফাতাহ
ইসরায়েলের নির্মম আগ্রাসনের নিন্দা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হাসরাল্লাহ হত্যায় গভীর শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি ফাতাহ আন্দোলন। এসময় লেবাননের জনগণ এবং তাদের প্রতিরোধ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের ওপর জোর দিয়েছে ফাতাহ।

ইরাক
ইসরায়েলি হামলাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। এক বিবৃতিতে তিনি ইসরায়েলকে নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অপরাধ যা দেখায় যে ইহুদি সত্তা সমস্ত লাল রেখা অতিক্রম করেছে।

বিবৃতিতে সুদানি নাসরাল্লাহকে ‘সৎপথের শহিদ’ বলে অভিহিত করেছেন। ইরাকজুড়ে তিন দিনের শোক ঘোষণা করেছেন তিনি।

প্রভাবশালী ইরাকি শিয়া মুসলিম নেতা মোক্তাদা আল-সদরও ইরাকে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

তুরস্ক
লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলার নিন্দা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ইসরায়েলি হামলাকে তিনি ‘গণহত্যা, দখল ও আক্রমণের অংশ হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও অন্যান্য সংস্থাগুলোকে ইসরায়েলকে থামানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নাসরাল্লাহের নাম উল্লেখ না করে এরদোয়ান বলেছেন, তুরস্ক লেবাননের জনগণ এবং এর সরকারের পাশে দাঁড়িয়েছে। ইসরায়েলি হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। মুসলিম বিশ্বকে আরও ‘দৃঢ়’ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান।

ইয়েমেনের হুথি গোষ্ঠী
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বলেছেন,নাসরাল্লাহর হত্যাকাণ্ড তাদের ইসরায়েলি শত্রুদের মোকাবেলা করার সংকল্পকে আরও শক্তিশালী করবে। ইসরায়েলি শত্রুকে পরাজিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

এক বিবৃতিতে গোষ্ঠীটির নেতৃত্ব কাউন্সিল জানিয়েছে, শহিদ হাসান নাসরাল্লাহ’র আত্মদান ত্যাগের শিখাকে বাড়িয়ে তুলবে।

জার্মানি
লেবাননের পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন জার্মানির পররাষ্ট্র মন্ত্রী আনালেনা বেয়ারবক। ইসরায়েলি হামলায় পুরো অঞ্চলটি সহিংসতার এক চূড়ান্ত চক্রে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিকে অঞ্চলটির স্থিতিশীলতার জন্য একটি গুরুতর হুমকি হিসেবে দেখছেন তিনি।

ফ্রান্স
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ও সংঘর্ষ রোধে লেবানন কর্তৃপক্ষ এবং অঞ্চলটির অংশীদারদের সাথে যোগাযোগ করছে ফ্রান্স। এক বিবৃতিতে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

ফ্রান্সের বামপন্থী রাজনীতিবিদ ও ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য জাঁ-লুক মেলেঞ্চন বলেছেন, নাসরাল্লাহ হত্যাকাণ্ড লেবাননে আগ্রাসন এবং সাধারণ যুদ্ধের আরও একটি ধাপ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, নেতানিয়াহুর অপরাধগুলো চলতে থাকবে কারণ তা অপ্রতিহত রয়েছে।

রাশিয়া
নাসরাল্লাহ হত্যায় ইসরায়েলকে কঠোরভাবে নিন্দা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে লেবাননে শত্রুতা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা লেবানন এবং মধ্যপ্রাচ্যকে আরও বড় নাটকীয় পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

জাতিসংঘের সাধারণ পরিষদে রুশ পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রচলিত চর্চা নিয়ে উদ্বিগ্ন তিনি।

কিউবা
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল এক্স-এর একটি পোস্টে এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত টার্গেট হত্যা’ বলে অভিহিত করেছেন যা ‘আঞ্চলিক ও বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে, যার জন্য ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সম্পূর্ণ দায় বহন করে।’

আর্জেন্টিনা
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই এক্স-এ এই হত্যাকে স্বাগত জানিয়ে পোস্ট করা তার অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ডেভিড এপস্টেইনের একটি বার্তা পুনরায় পোস্ট করেছেন। এতে বলা হয়, ‘ইসরাইল সমসাময়িক সর্বশ্রেষ্ঠ খুনিদের একজনকে নির্মূল করেছে। কাপুরুষোচিত হামলার জন্য অন্যদের মধ্যে সেও দায়ী,’ এতে আরো বলা হয়, ‘আজ পৃথিবী একটু স্বাধীন’।

সউদী
সউদী পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জাতিসংঘে বলেছেন, ‘এই উত্তেজনা পুরো অঞ্চলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে’। ‘আমরা এই অঞ্চলে একটি সত্যিকারের যুদ্ধ এড়াতে সকল পক্ষকে প্রজ্ঞা ও সংযম দেখানোর আহ্বান জানাই।’

ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাসরুল্লাহ ও লেবাননের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তারা এটাকে ন্যায্যতা দিতে চায়, কিন্তু তাকে হত্যা করার জন্য, তারা বিল্ডিং, হাউজিং এস্টেটে হামলা করেছে এবং শত শত মানুষকে হত্যা করেছে। এর জন্য একটি শব্দ আছে: অপরাধ।’ সূত্র : বিবিসি, রয়টার্স, আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ