• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

সুনামগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরে আগুন লেগে নিহত একই পরিবারের ছয়জন

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন লেগে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে উপজেলার জয়শ্রী ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পরিবারের প্রধান এমারুল, তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

ধর্মপাশা থানার ওসি এনামুল হক আগুনে ছয়জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, জয়শ্রী ইউনিয়নের একটি আশ্রয় প্রকল্পের ঘরে ভোররাতে আগুন লাগে। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ছয়জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের মৃত্যু হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি ওসি।

খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ।

এদিকে একইসঙ্গে চার সন্তানসহ বাবা-মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ