• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে ‘মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক ঘাঁটি’

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
ফাইল ছবি

ইরানের বিরুদ্ধে যেকোন বোকামিপূর্ণ কাজ করার বিরুদ্ধে আমেরিকাকে সতর্ক করেছেন তেহরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ‘মার্কিন জাহাজ ও সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

তিনি বলেন, ‘মার্কিনিদের জানা উচিত যে, তারা যদি একদিন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে এবং ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চায় তাহলে তাদের ঘাঁটি, স্বার্থ এবং জাহাজ আমাদের অস্ত্রের নাগালের মধ্যে থাকবে।

জেনারেল জব্বারি আরও বলেন, ‘ওয়াশিংটনের এমন বোকামিপূর্ণ কাজ করার সম্ভাবনা নেই। তারা ​​উসকানি দিলে আমাদের সাহসী এবং সক্ষম বাহিনী রয়েছে যারা অবশ্যই মার্কিনীদের যেকোন সীমা লঙ্ঘনের জবাব দেবে।
তিনি বলেন, ‘যদিও মার্কিনিরা ইসরায়েলকে সমর্থন করে, তবে এটি অসম্ভব যে, তারা মূর্খতা করবে এবং ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে।’ ইরানের এ জেনারেল জোর দিয়ে বলেন, ‘আমেরিকা আমাদের, প্রতিরোধের অক্ষ এবং মুসলিম বিশ্বের মোকাবেলা করার জন্য মোটেও প্রস্তুত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ