• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

অবশেষে পুটিখালী ইউপি চেয়ারম্যান অপসারণ

আপডেটঃ : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭

বাগেরহাট প্রতিনিধি॥
অবশেষে মোড়েলগঞ্জের পুটিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহচান মিয়া শামীমকে অপসারণ করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।ইউপি চেয়ারম্যান শাহচান মিয়ার বিরুদ্ধে ভিজিএফ ও মৎস্যজীবীদের চাল বিতরণে অনিয়ম, ওয়ারেশ কায়েম সনদ, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রদানের অর্থ আত্মসাতের অভিযোগে এ আদেশ দেয়া হয়।পত্রে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৯ ধারা অনুযায়ী উপজেলা নির্বাচন অফিসার কর্তৃক বিশেষ সভা করে গোপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে ভোট গ্রহন করা হয়। ভোটে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে, যা দুই তৃতীয়াংশের বেশী। এছাড়াও বিভিন্ন সময়ে শাহচান মিয়া শামীমের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমানিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন২০০৯ এর ৩৯ (১৩) ধারা অনুযায়ী তাকে স্থায়ীভাবে অপসারণের নির্দেশ দেয়া হয়েছে।স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৫(২) ধারা অনুযায়ী মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুটিখালী ইউনিয়ন পরিদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষনা করে গেজেট বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়।মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিন্টু এ প্রতিনিধি কে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী পুটিখালী ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষনা করে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের সদস্যরা দীর্ঘদিন ধরে চেয়ারম্যান শাহ চান মিয়া শামীমের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়ে আসছিলেন। সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি অনাস্থা ভোটের আয়োজন করেন। সে ভোটে ১২ জন সদস্যদের মধ্যে ১১ জন সদস্য শামীমের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ