• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

 আবাসিক ভবনে ইসরায়েলি হামলা,৫০ শিশুসহ গাজায় নিহত ৮৪

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতা অব্যাহত রয়েছে। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৫০ জনের বেশি শিশু রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে গাজার সরকারি গণমাধ্যম দফতর এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

ওই দুটি বহুতল আবাসিক ভবনে ১৭০ জন মানুষ আশ্রয় নিয়েছিলেন গণমাধ্যম দফতর বলছে, ওই এলাকাটি অবরুদ্ধ করে ইসরায়েল বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেখানে উদ্ধারকর্মীরা যেতে পারছেন না। ওই এলাকায় কোনো ধরনের স্বাস্থ্য পরিষেবা কিংবা ত্রাণসহায়তা দেওয়া সম্ভব হচ্ছে না।

তবে উত্তর গাজার ঠিক কোনো জায়গায় এই হামলা চালানো হয়েছে, তা নির্দিষ্ট করে বলেনি গণমাধ্যম দফতর।

এদিকে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর পৃথক দুটি রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিন ইসরায়েলিসহ সাতজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার (২ নভেম্বর) যু বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরায়েলে সাতজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরায়েলের জন্য মারাত্মক ঘটনা।

ইসরায়েলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহ’র রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।

উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ