• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

ধামরাইয়ে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেটঃ : বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ধামরাই (ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে রুমানা আক্তার (২৬) নামে এক নারী শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। বুধবার (২৯নভেম্বর) ভোর রাতে ধামরাই জয়পুরা কেলিয়া ব্রিজের উপর থেকে তার মরণদেহ উদ্ধার করা হয়। তার বাড়ী ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত খোরশেদ আলীর মেয়ে বলে জানা যায়।
রুমানার ছোট ভাই মোঃ মাসুদ প্রতিদিনের সংবাদকে জানান, আমার বোন স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু পতিদিনের ন্যায় মঙ্গলবার ও কর্মস্থলের কাজ শেষ করে বাড়ী ফেরার পথে সে নিখোঁজ হন। কিন্তু আমরা তাকে অনেক খুজা খুজি করার পরও তাকে না পেয়ে বাড়ীতে ফিরে আসি। পরে ভোর রাতে জানতে পারি তার মরণদেহ কেলিয়া ব্রিজের উপর পাওয়া গেছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখি আমার বোনের মরণদেহ পরে আছে।সেই সাথে মাসুদ বোনের মরণদেহ জড়িযে ধরে কান্নায় ভেঙে পরে।এবং মাসুদ বলে আমার বোনকে কেউ হত্যা করেছে বলে দাবি করেন।
এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মোঃ জসিম উদ্দিন জানান স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে ভোর রাতে মরণদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি।পরে মরণদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলাযাবে মৃত্যর কারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ